যদি কোনো রোজাদার সূর্য অস্ত গেছে মনে করে ইফতার করে ফেলে, অথচ তখনো সূর্য অস্ত যায়নি, তাহলে তার এই রোজার হুকুম কি?

প্রকাশিত: ১৩ মে, ২০১৯ ১০:০২:১৯

যদি কোনো রোজাদার সূর্য অস্ত গেছে মনে করে ইফতার করে ফেলে, অথচ তখনো সূর্য অস্ত যায়নি, তাহলে তার এই রোজার হুকুম কি?

উত্তর : ইফতার গ্রহণের উপযুক্ত সময় হলো সূর্য অস্ত যাওয়ার পর। কিন্তু যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা ঘোলাটে থাকে, সূর্য অস্ত গেছে বলে যদি সঠিক প্রমাণ না পাওয়া যায়, চেষ্টা এবং তদবীরের পরও নিশ্চিত হওয়া না যায়; এমতাবস্থায় সূর্য অস্ত গেছে বলে মনে কেউ যদি ইফতার করে ফেলে, তারপর যদি অন্যরা আকাশে সূর্য দেখতে পায়, তাহলে ইফতারকারী ব্যক্তি নিদের অবশিষ্ট সময়টুকু পানাহার থেকে নিজেকে বিমুক্ত রাখতে হবে এবং রোজাদারের মতই বাকী সময়টুকু অতিবাহিত করতে হবে।

তবে তার সে দিনের রোজাটি ভেঙ্গে গেছে বলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে সে রোজাটির কাজা আদায় করতে হবে। এর জন্য কাফফারা দিতে হবে না।

প্রমাণপঞ্জি : মুয়াত্তা ইমাম মুহাম্মাদ
উত্তর দিয়েছেন : মুমতাজুল ফুকাহা এ কে এম ফজলুর রহমান মুনশী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ