খ্যাতনামা দশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

প্রকাশিত: ০৮ মে, ২০১৯ ১১:২৭:৩৫

খ্যাতনামা দশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বাজারজাত করা এবং ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে খ্যাতনামা ১০ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলা দায়ের করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ অমান্য করে লাইসেন্স ব্যতীত মুড়ি, আইসক্রিম, মুগডাল, চিড়া ভাজা, ডালভাজা, ফুলক্রিম মিল্ক পাউডার, পাউরুটি, বিস্কুট, ম্যাংগো জুস (আমদানিকৃত), ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন, আমদানি ও বাজারজাত করার অপরাধে এসব মামলা করো হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মতিঝিলের অলিম্পিয়া বেকারি এন্ড কনফেকশনারি, মিউচুয়াল ডিপার্টমেন্টাল স্টোর, ডিসেন্ট পেস্টি সপ, নিউ ইউসুফ বেকারী, শাহজাহানপুরের বাবুল ডিপার্টমেন্টাল সুইটস এন্ড বেকারি, বনানীর গ্রীনল্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ লঙ্ঘন করে কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার গুলিস্তান এলাকার মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজ ও মেসার্স নিউ ব্রান্ড সপ প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এছাড়াও কাপ্তান বাজার এলাকার মেসার্স সুমাইয়া জেনারেল স্টোর জিরা পণ্যের লেবেলে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় এবং মেসার্স শামীম পেইন্ট হাউজ ডিয়ার ব্রান্ডের তারপিন তেল পণ্যের গায়ে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ সম্পর্কিত খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু

লালবাগে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ