যশোর বোর্ডের এসএসসি ফলাফল

প্রকাশিত: ০৬ মে, ২০১৯ ০৪:৫১:৫৬

যশোর বোর্ডের এসএসসি ফলাফল

এবছর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ। যা গত বছরের তুলনায় প্রায় ১৪.২৪ শতাংশ বেশি। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৮জন। এ বছর জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় ৫৫৩ বেড়েছে। আজ সোমবার (৬ মে) দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

এবছর যশোর বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫১২টি বিদ্যালয় থেকে ১ লাখ ৮২ হাজার ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৯১ হাজার ১৮৭ এবং ছাত্রী ৯১ হাজার ১২৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪২ হাজার ৬১৬ জন, মানবিক বিভাগ থেকে ১ লাখ ৬ হাজার ৩৫৫জন, বাণিজ্য বিভাগ থেকে ৩৩ হাজার ৩৩৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

যশোর বোর্ডে এ বছর ২৭৫ টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং একজনও পাস করেনি প্রতিষ্ঠানের সংখ্যা একটি। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোরের শার্শা উপজেলার সাড়াতলা গার্লস হাইস্কুল থেকে এবার মোটে একজন পরীক্ষার্থী অংশ নেয় এবং সে অকৃতকার্য হয়েছে।

প্রজন্মনিউজ২৪/মুজাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ