জার্সিতে শ্রীলঙ্কার অনন্য নজির স্থাপন

প্রকাশিত: ০৫ মে, ২০১৯ ০৪:৪৪:১১

জার্সিতে শ্রীলঙ্কার অনন্য নজির স্থাপন

 বিশ্বকাপ জার্সি উন্মুক্ত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। করুনারত্নে-মালিঙ্গা-ম্যথুজদের জার্সি নিয়ে বেশ ইতিবাচক আলোচনা দেখা গেছে সোশ্যাল সাইটে।

বিশ্বকাপকে সামনে রেখে দুটি জার্সি উন্মোচন করে শ্রীলঙ্কা। একটি মূল জার্সি এবং অপরটি প্র্যাকটিস কিট। মূলত বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার মূল জার্সিই নজর কেড়েছে সবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জার্সির প্রশংসা।

মূল জার্সিতে শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল গাঢ় নীল আর হলুদ রঙের অপূর্ব কম্বিনেশনের পাশাপাশি রয়েছে গ্রাফিক্সের কারুকাজ। জার্সির বুকে সাদা হরফে দেশের নাম 'শ্রীলঙ্কা' লেখা হয়েছে। ডানপাশে বিশ্বকাপ লোগে আর বামপাশে রয়েছে শ্রীলঙ্কার জাতীয় পতাকার ছবি।

অনুশীলনের জার্সিটি অবশ্য নীল-কালোর মিশ্রণে তৈরি। এটির বুকে বড় করে ছাপা হয়েছে স্পনসর প্রতিষ্ঠান কেন্ট মিনারেল ওয়াটার পিউরিফায়ারের লোগো।

এমন জার্সি দেখে প্রশংসাবাণী শুনিয়েছেন অনেকেই।

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ