দিনাজপুরে চলছে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০১৯ ০৩:৪১:৫৫ || পরিবর্তিত: ২৫ এপ্রিল, ২০১৯ ০৩:৪১:৫৫

দিনাজপুরে চলছে পরিবহন ধর্মঘট

মোঃ শরিফুজ্জামান, দিনাজপুর: দিনাজপুরের বাসচালক জালাল হোসেনকে চট্টগ্রামে হত্যার বিচার দাবিতে দিনাজপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর ৬টা থেকে দিনাজপুর থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোনও বাস। সেইসঙ্গে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ ইঞ্জিনচালিত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে এই ধর্মঘট চলছে। সকাল থেকে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে শ্রমিকরা বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিচ্ছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, চট্টগ্রামের পটিয়া এলাকায় বাসচালক জালাল হোসেনকে হত্যার প্রতিবাদে এই ধর্মঘট। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।

উল্লেখ্য, সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলি থানার শিকলবাহা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মারধর করায় বাস চালক জালাল হোসেনের মৃত্যু হয়। তিনি দিনাজপুর সদরের হেলেঞ্চাকুড়ি এলাকার আফজাল হোসেনের ছেলে। শ্যামলী পরিবহনের চালক ছিলেন তিনি।

প্রজন্মনিউজ২৪/নাবিল

              

              

              

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ