সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০১৯ ০৫:৩৭:৪৬ || পরিবর্তিত: ২৪ এপ্রিল, ২০১৯ ০৫:৩৭:৪৬

সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড

আর এম আতা রাব্বীঃ ইরানের সংসদ গতকাল সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশী সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকাতে ইরানী বিপ্লবী গার্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এটি এসেছে।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনীর "সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইরানের স্বার্থকে বিপন্ন করে দেওয়ার প্রতিবাদে দৃঢ় ও দমনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুমোদন দেওয়া একটি বিল অনুমোদন করেছে"।

"আমেরিকান পদক্ষেপের প্রতিক্রিয়ায় সরকারকে আইনগত, রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে"। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে, ২১০ জন ইরানি সংসদ সদস্যের মধ্যে ১৬৮ জন বিলের পক্ষে ভোট দিয়েছেন।

গত বছর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যখন ২০১১ সালের পরমাণু চুক্তি  ইরান এবং ছয়টি প্রধান শক্তির মধ্যে স্বাক্ষরিত ট্রাম এককভাবে প্রত্যাহার করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের চুক্তির অধীনে পূর্বে গৃহীত নিষেধাজ্ঞা এটি আরোপ করেছে।

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ