৫ দফা দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০১৯ ১১:৩২:৪০ || পরিবর্তিত: ২৩ এপ্রিল, ২০১৯ ১১:৩২:৪০

৫ দফা দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় আন্দোলনের অংশ হিসেবে ঢাকা কলেজের সামনে মানববন্ধন পালন করবেন তারা।

তাদের দাবিগুলো হলো- পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমু্ক্ত ফল প্রকাশ, একই বর্ষের সব বিভাগের ফল একত্রে প্রকাশ, গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃ মূল্যায়ন, সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন, প্রতিটি বিভাগে মাসে দুই দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেওয়া ও সেশন জট নিরসনের লক্ষ্যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাবিতে অধিভুক্তির পর থেকে তীব্র সেশনজট, ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, ত্রুটিযুক্ত ফল প্রকাশসহ নানা সমস্যায় ভুগছেন তারা। এসব সমস্যা সমাধানে ঢাবি কর্তৃপক্ষ দৃশ্যত কোনো পদক্ষেপই নেয়নি।

প্রসঙ্গত, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে আড়াই লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

প্রজন্মনিউজ২৪/দেলাওয়ার হোসাইন

 

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ