সাংবাদিক হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০১৯ ০২:৫৭:২১

সাংবাদিক হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড, দিনাজপুর এর গ্রাহক হয়রানি ও প্রতারণার অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় তিন সাংবাদিকের উপর চালানো সন্ত্রাসী হামলা, ক্যামেরা ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজীদ আহম্মেদের পরিচালনায় আজ সকালে প্রেসক্লাব চত্ত্বরে গণমাধ্যমকর্মী,জনস্বাস্থ্য অধিকার আন্দোলন ও বেরোবি শিক্ষক সমিতিসহ সর্বস্তরের লোকের অংশগ্রহন ও সংহতি প্রকাশ থেকে দোষীদের শাস্তির আওতায় অনার জন্য অল্টিমেটাম দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দিনাজপুরের বীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন ডিবিসি নিউজ এর রংপুর স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, বার্তা২৪ডটকমের রংপুর স্টাফ করেসপন্ডেন্ট ফরহাদুজ্জামান ফারুক ও ডিবিসির ক্যামেরা পারসন মহসীন আলী।

হামলাকারীরা ক্যামেরা ভাংচুর ও ছিনতাই করে নিয়ে যান। এ ঘটনায় বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের হলেও এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার ও ক্যামেরা উদ্ধার করতে পারেনি প্রশাসন।

প্রজন্মনিউজ২৪/ মো. হামিদুর রহমান

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ