বিভিন্ন দেশে ২৯০ মার্কিন গোয়েন্দা গ্রেফতার, দাবি ইরানের

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০১৯ ০২:৪০:২৭

বিভিন্ন দেশে ২৯০ মার্কিন গোয়েন্দা গ্রেফতার, দাবি ইরানের

 

 

ইরানসহ বিভিন্ন দেশে ২৯০ জন মার্কিন গোয়েন্দাকে শনাক্ত করার পর গ্রেফতার করা হয়েছে। এদের সবাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র সদস্য।

 

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি এমনটি দাবি করেছেন।

শুক্রবার তেহরানে জুমার নামাজের মূল খুতবার আগে দেয়া ভাষণে এ তথ্য জানান তিনি।

 

আলাভি বলেন, বিভিন্ন বন্ধুপ্রতীম দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র এজেন্টদের শনাক্ত করার পর সংশ্লিষ্ট দেশের সরকারকে এ বিষয়ে তথ্য দিয়েছে ইরান। দ্বিপক্ষীয় সহযোগিতায় সিআইএ'র সঙ্গে ওই সব ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়। এর ফলে সিআইএ বিস্মিত হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত ব্যর্থতা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করতে বাধ্য হয়েছে।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এই ব্যর্থতাকে ১১ সেপ্টেম্বরের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন।

 

গোয়েন্দা ক্ষেত্রে এসব সফলতা সম্পর্কে বিস্তারিত তথ্য অদূর ভবিষ্যতে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন আলাভি।

প্রজন্মনিউজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ