নুসরাত হত্যার বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০১৯ ১২:৫৪:০৭

নুসরাত হত্যার বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন

মোঃ মুস্তাইন কবির, জেলা প্রতিনিধি, খুলনা:  খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আলোচিত ফেনির মাদ্রাসা ছাত্রী  নুসরাত হত্যার বিচারের দাবিতে এক মনববন্ধনের আয়োজন করা হয়।

মহানগর জাতীয়তাবাদ মহিলা দলের সভাপতি রেহানা ইশার সভাপতিত্বে ও কাওসারী জাহান মঞ্জুর পরিচালনায় মহানগর দলীয় কার্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত প্রায় সবাই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তাই সুষ্ঠ বিচার পাওয়া নিয়ে জনগণ শঙ্কিত।

ইতিপূর্বে সাগর-রুনি, তনুসহ দেশব্যাপী সংগঠিত নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার না হওয়ায় লাগামহীনভাবে নারী ধর্ষণ, খুন, গুম বেড়েই চলেছে। যেহেতু সরকার নির্বাচিত নয়, ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছে।

তাই জবাবদিহিতা না থাকায় দেশে কোনো বিচার নেই। একজন সফল নারী তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীকে বিনা বিচারে দিনের পর দিন জামিন না দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। একইসঙ্গে অবিলম্বে নুসরাত জাহান রাফির হত্যাকারীদের কঠোর বিচারের আওতায় আনার প্রয়াস ব্যক্ত করেন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন- বিএনপি নেতা শাহারুজ্জামান মোর্তুজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, শরিফুল ইসলাম বাবু, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, হাসনা হেনাসহ আরো অনেকে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ