সুন্দর ও যানজটমুক্ত ঠাকুরগাঁও শহর গড়তে চাই

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০১৯ ০৭:৫৩:২৪

সুন্দর ও যানজটমুক্ত ঠাকুরগাঁও শহর গড়তে চাই

জুনাইদ কবির, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, সবার মতো আমারওআকাঙক্ষা সুন্দর ও যানজটমুক্ত আধুনিক ঠাকুরগাঁও শহর গড়ার।যে শহরে আমরা সবাই বাস করি, সে শহরে আমাদের ছেলে-মেয়েরাবেড়ে উঠছে, অন্য সবার মতো একজন এমপি হিসেবে আমারওচাওয়া সুন্দরভাবে শহরটাকে আধুনিক বাসযোগ্য শহর হিসেবগড়ে তোলা।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়েরহলরুমে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধানঅতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এসব কথা বলেন।সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আমরা নিজেরাই অসচেতনভাবেযেখানে সেখানে ময়লা ফেলে শহরটা নোংরা করি, এ বিষয়েসবাইকে সচেতন হতে হবেতিনি বলেন, সুন্দর ও যানজটমুক্ত ঠাকুরগাঁও শহর গড়তে আমাদেরব্যাপক কর্মযজ্ঞের পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসন, পুলিশপ্রশাসন, জেলা পরিষদ এবং পৌরসভা একসাথে কাজ করবে। রাস্তারওপর কোনো যানবাহন থাকতে পারবে না। ম্যাজিষ্ট্রেট দাঁড়িয়েথেকে সব পরিস্কার করে দিয়ে আসবে।রমেশ সেন বলেন, নিয়ন্ত্রণহীন ব্যাটারী চালিত ইজিবাইক এখনঠাকুরগাঁও শহরে যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।এতে পথচারী ও যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঠাকুরগাঁওশহরকে যানজটমুক্ত করতে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে।ঠাকুরগাঁও শহরকে সুন্দর ও যানজটমুক্ত করতে সকলেরসহযোগিতা কামনা করেন সাংসদ রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামানসেলিমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যেরমধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, জেলা পরিষদচেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, জেলা আ.লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদদীপককুমাররায়,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুলইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলাপরিষদের নির্বাহী নির্বাহী কর্মকর্তাআব্দুল্লাহ আল মামুন,বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভায় ঠাকুরগাঁও জেলার ৬ থানার ভারপ্রাপ্তকমকর্তা, ৫ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জেলার আইনশৃঙ্খলাপরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্যপ্রদান করেন।

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ