চিরিরবন্দরের প্রিন্স স্কুলের এম.ডি জয় নারায়ণ ৬০ লাখ টাকা নিয়ে উধাও!!

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০১৯ ০৪:৩৯:০৫

চিরিরবন্দরের প্রিন্স স্কুলের এম.ডি জয় নারায়ণ ৬০ লাখ টাকা নিয়ে উধাও!!

মোঃ শরিফুজ্জামান, দিনাজপুরঃ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্র ঘুঘুরাতলীতে এ বছর চালু হয় ঢাকাস্থ সাভারের মালিকাধীন প্রিন্স গ্রুপের প্রিন্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল,চিরিরবন্দর শাখা। যার উদ্যোক্তা ছিল জয় নারায়ণ রায়। গ্রামঃ- দূর্গাপুর, ৬ নং অমরপুর ইউনিয়ন। সে চাকরী দেওয়ার নামে স্কুলের শিক্ষক প্রতি দেড় লাখ টাকা করে সর্বমোট ২৮ লাখ।

এছাড়া তিন মাসের বেতন বকেয়া বাদে ২০ জন শিক্ষক এবং স্টাফদের কাছে টাকার অংকে প্রায় ৬ -৭ লাখ পায়। এর মধ্য অনেক অতি দরিদ্র শিক্ষক আছেন যেনারা লোন করে, জমি বন্ধক রেখে চিরিরবন্দর প্রিন্স কর্তৃপক্ষকে টাকা তুলে দেয়। ১৫ লাখ টাকা বাকেয়া আছে অভিযোগ করেন বিল্ডিং এর মালিক মনির হাজী। এছাড়াও এই প্রতারক জয় নারায়ণ রায় প্রিন্স ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে ১০ লাখ টাকা ধার করেছিলেন।

প্রজন্মনিউজ২৪/নাবিল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ