রাজধানীর মালিবাগ কাঁচাবাজার পুড়ে ছাই

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০১৯ ১১:৪৪:০৫ || পরিবর্তিত: ১৮ এপ্রিল, ২০১৯ ১১:৪৪:০৫

রাজধানীর মালিবাগ কাঁচাবাজার পুড়ে ছাই

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আজ বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় লোকজন জানায়, প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরো ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কাঁচাবাজারে প্রায় ২৬০টি দোকান রয়েছে। এর মধ্যে ফলমূল থেকে শুরু করে মাছ-মাংস, শাকসবজির দোকান রয়েছে। বাজারের দোকানদাররা বলছেন, আগুনে কাঁচাবাজারের সবগুলো দোকানই পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। এছাড়া পাশ্ববর্তী মালিবাগ মাদরাসার শিক্ষার্থী-শিক্ষক, স্থানীয় ও মার্কেটের লোকজনও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। তাদের সম্মিলিত চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক নুরু বলেন, ২৬০টি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই। মাছ, মাংস, ডিম, গরু, ছাগল, চাল, টিন সবই পুড়ে গেছে। নগদ টাকাও পুড়েছে। এ অগ্নিকাণ্ডে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এর আগে বুধবার রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার এলাকায় একটি আবাসিক ভবনের নিচ তলায় আগুনের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রজন্মনিউজ২৪/দেলাওয়ার হোসাইন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ