কুষ্টিয়ায় রবিউল হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০১৯ ০৪:৩১:৪৭

কুষ্টিয়ায় রবিউল হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কুষ্টিয়া জেলা জজ আদালত কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যার দায়ে নুর আলম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত নুর আলম মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদি গ্রামের মৃত আবুল হাছানের ছেলে। নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও আসামি নুর আলম সম্পর্কে খালাতো ভাই। কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় মামা-ভাগ্নে নামে একটি ফলের দোকান করে ব্যবসা করতো তারা।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি নুর আলমের মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ঘটনায় টিপু মণ্ডল নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় ফলের দোকানের পেছনে থাকা একটি ড্রামের ভেতর থেকে রবিউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুর আলমকে আটক করে পুলিশ।

প্রজন্মনিউজ২৪/মুজাহিদ

 

 

 

 

এ সম্পর্কিত খবর

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছে নতুনধারা

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

গার্ডিয়ান পাবলিকেশন্সের প্রকাশক গ্রেপ্তার

মালদ্বীপে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

তারাবির পড়ে ঘরে ফিরে দেখলেন স্ত্রীর গলাকাটা মরদেহ

মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম: এনামুল হক শামীম

খুলনায় বিএনপির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রধানমন্ত্রী মোদির বাড়ি ঘেরাও কে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ