বরিশালে বাসচাপায় স্থুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০১৯ ০২:০৫:৫৩

বরিশালে বাসচাপায় স্থুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

বরিশালের বানারীপাড়ায় বাসচাপায় লামিয়া আক্তার (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।দুর্ঘটনার পরপর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের পশ্চিম নারায়ণপুর গাবতলায় এ দুর্ঘটনা ঘটে।লামিয়া পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী 

তার পিতা খাইরুল ইসলাম একটি বহুজাতিক খাদ্য কোম্পানির ভ্যানচালক।স্থানীয়দের বরাত দিয়ে বানারীপাড়া থানার এসআই মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে লামিয়া উজিরপুর উপজেলার সীমান্তবর্তী পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বরিশাল-বানারীপাড়া সড়ক অতিক্রম করছিলো।

গাবতলা নামক স্থানে সেবা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।পরে বাসটি রেখে চালক পালিয়ে যায়।এদিকে, লামিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা।তারা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।

প্রজন্মনিউজ২৪/সিফাত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ