চিরিরবন্দরে সকল শিক্ষক ও কর্মচারী মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা পাননি

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০১৯ ০২:৫৬:২৭

চিরিরবন্দরে সকল শিক্ষক ও কর্মচারী মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা পাননি

 

মোঃ শরিফুজ্জামান, দিনাজপুরঃচিরিরবন্দর উপজেলার সকল শিক্ষক ও কর্মচারী তাদের মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা উত্তোলন করতে পারেনি। প্রথম বারের মতো সরকারের দেয়া বৈশাখী ভাতা তুলতে না পেরে দেশের সকল ভাতা ভোগীদের সাথে বৈশাখী আনন্দ থেকে তারা বঞ্চিত হয়েছেন। ফলে তাদের আক্ষেপের শেষ রইলনা বলে জানিয়েছেন বঞ্চিত অনেক শিক্ষক ও কর্মচারী।

 বৃহস্পতিবার চিরিরবন্দর সোনালী ব্যাংক শাখায় অনেক শিক্ষক কর্মচারী শাখার ম্যানেজার আহাদুজ্জামান চৌধুরীর সাথে সরাসরি যোগাযোগ করলে তিনি জানান, এইমাত্র আমি এমপিও পেয়েছি। হিসাব নিকাশ না করা পর্যন্ত কারো কোন বিল গ্রহন করা যাবেনা।

 আজকে শেষ তারিখ বেতন ভাতা তোলার, আজকে তুলতে না পারলে আমরা বৈশাখী উৎসব পালন করবো কিভাবে? এমন প্রশ্নের জবাবে ম্যানেজার জানান, ১১তারিখ শেষ তারিখে যদি বেতন ভাতা আসে তাহলে আমার করার কিছুই নাই।আপনারা আজকে চলে যান আগামী সোমবার ১৫ এপ্রিল এসে এমপিও নিয়ে যাবেন।

প্রজন্মনিউজ২৪/নাবিল 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ