ব্লাড ক্যান্সারে আক্রান্ত জান্নাতি বাঁচাতে চায়

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০১৯ ১০:১৪:০২

ব্লাড ক্যান্সারে আক্রান্ত জান্নাতি বাঁচাতে চায়

মুশফিকুর রহমান, পাথরঘাটা : পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত জান্নাতি আক্তার (০৪) কে বাঁচাতে এগিয়ে আসার জন্য সকলের কাছে আকুতি জানিয়েছেন শিশুটির দরিদ্র পিতা। শিশুটির পিতা জামাল হাওলাদার উপজেলার বড়মাছুয়া বাজারে রিক্সা গ্যারেজে কাজ করেন।

হতদরিদ্র জামাল হাওলাদার জানান, এক বছর পূর্বে তার মেয়ে জান্নাতি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালের চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ঔষধ খাওয়ান। সম্প্রতি জান্নাতি বেশী অসুস্থ হয়ে পড়লে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ খুলনা মেডিকেল কলেজ (২৫০বেড) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জান্নাতির ব্লাড ক্যান্সার হয়েছে বলে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেন। তিনি আরও জানান, বর্তমানে জান্নাতিকে চিকিৎসার অভাবে বাড়িতে শুইয়ে রেখেছেন।

চোখের সামনে মেয়েটি ছটফট করছে। অর্থাভাবে মেয়েটির চিকিৎসা করাতে পারছিনা। চিকিৎসকরা জানিয়েছে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে ৫/৭ লাখ টাকা খরচ হবে। যা কোন দিনই আমার পক্ষে সম্ভব না। তিনি সমাজের দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের প্রার্থনা করছেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান জানান, ব্লাড ক্যান্সারের কারণে শিশুটির রক্ত শূন্যতা দেখা দিয়েছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন।

সাহায্য পাঠানোর ঠিকানা : মোবাইল নং-০১৮৩১-০৯০৮৬৭ (বিকাশ) শিশুটির বাবা। সঞ্চয়ী হিসাব নং-৯৯০১১৮০১৭৭৬৪৭, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মঠবাড়িয়া শাখা, পিরোজপুর।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ