নুসরাত হত্যা মামলার অন্যতম আসামী নুর গ্রেফতার

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০১৯ ০৩:৩৬:৩৬

নুসরাত হত্যা মামলার অন্যতম আসামী নুর গ্রেফতার

নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি নুর উদ্দিনকে আজ  বেলা ১১টায় ময়মনসিংহের ভালুকা সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারের পর তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান ময়মনসিংহ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক।

মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার অত্যন্ত ঘনিষ্ঠ নুর এ মামলার দুই নম্বর আসামি। তার গ্রামের বাড়ি সোনাগাজীর চরচান্দিয়া গ্রামে। অধ্যক্ষ গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে যে আন্দোলন হয়েছিল, নুর সেই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন।

নুসরাত জাহান রাফির দেহে আগুন দেওয়া মুখোশধারীদের মধ্যে নূর উদ্দিন ছিলেন বলে সন্দেহের কথা জানান এলাকাবাসী। এর আগে মাদ্রাসাছাত্রী নুসরাতের মুখে চুন ছুড়ে মারার ঘটনা ঘটেছিল। ওই ঘটনারও প্রধান অভিযুক্ত ছিলেন এই নুর।নুরসহ এই মামলায় মোট ১২ জন গ্রেপ্তার হয়।

প্রজন্মনিউজ২৪/নাবিল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ