বিক্ষোভের মুখে সুদানের প্রেসিডেন্ট বশিরের পদত্যাগ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০১৯ ০৪:৩৫:১২

বিক্ষোভের মুখে সুদানের প্রেসিডেন্ট বশিরের পদত্যাগ

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির পদত্যাগ করেছেন। সুদানের একটি সরকারি সূত্র এ খবর দিয়েছেন। এরইমধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।সুদান সরকারের উৎপাদন ও অর্থনৈতিক সম্পদ বিষয়ক মন্ত্রী আদেল মাহজুব হোসেইন উত্তর দারফুর থেকে বৃহস্পতিবার দুবাইয়ের আল-হাদাথ টেলিভিশন চ্যানেলকে বলেন, প্রেসিডেন্ট ওমর আল-বশির পদত্যাগ করার পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা ও পরামর্শ চলছে।

সুদানের সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেল থেকে জাতীয় সঙ্গীত সম্প্রচার করা হচ্ছে।কয়েক মাস ধরে প্রচণ্ড বিক্ষোভ চলার পর ওমর আল-বশির পদত্যাগ করলেন। কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে- ওমর আল-বশিরের জায়গায় দেশটির সামরিক পরিষদ ক্ষমতা গ্রহণ করতে পারে। তবে বিক্ষোভকারীরা সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন। সেখানেই বাশিরের বাসভবন অবস্থিত।এর আগে আজই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে সামরিক বাহিনী ঘোষণা করেছিল যে, শিগগিরই গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে, সবাই প্রস্তুত হোন।

গত ডিসেম্বর মাস থেকে সুদানে রাজনৈতিক সংকট শুরু হয়। সে সময় রুটির দাম বাড়ানোর পদক্ষেপ নেয় সরকার। এছাড়া, অর্থনৈতিক সংকটের কারণে তেলের দাম বেড়ে যায় এবং নগদ অর্থের স্বল্পতা দেখা দেয়। এতে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ওমর আল-বশির ক্ষমতা দখল করেন।

প্রজন্মনিউজ২৪/মামুন

এ সম্পর্কিত খবর

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

রোজাদারের জন্য হাদিসে যেসব সুসংবাদ দেওয়া হয়েছে

হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

খুলনায় বিএনপির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাচ্ছেন বিরোধী প্রার্থী ফায়ে

বাংলাদেশের মানুষ কোনো দেশের প্রভুত্ব স্বীকার করে নেবেনা: মির্জা ফখরুল

সরকার ছদ্মবেশে একদলীয় শাসন চাপিয়ে দিচ্ছে : মির্জা ফখরুল

টিকিটবিহীন যাত্রী ঠেকাতে এবারও ঢাকার ৪ স্টেশনে বাঁশ থেরাপি

স্বাধীনতা দিবসে রাবির আবাসিক হলে খাবারের সর্বজনীন ব্যবস্থার দাবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ