ইরানি নওরোয ও বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০১৯ ০৫:৩৫:২৭

ইরানি নওরোয ও বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইরানি নওরোয ও বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আগামী শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ড. কাযেম কাহদুয়ী ও বিশিষ্ট নাট্য পরিচালক অভিনেতা জনাব মামুনুর রশিদ।

সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাংস্কৃতিক দল।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ