প্রতিবন্ধী ভাতার কার্ড মেলেনি নবাবগঞ্জের রায়হানের

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০১৯ ০৩:১৮:৪২

প্রতিবন্ধী ভাতার কার্ড মেলেনি নবাবগঞ্জের রায়হানের

মোঃ শরিফুজ্জামান, দিনাজপুর: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ কথাটি আমরা গানের মধ্যেও প্রতিনিয়ত শুনি। প্রতিবন্ধী শব্দটি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গেও আমরা অতিপরিচিত। প্রতিবন্ধীরাও মানুষ। সে প্রতিবন্ধী নারী হোক, পুরুষ হোক অথবা শিশু বা বৃদ্ধ হোক।

কিন্তু বাস্তব চিত্র আলাদা দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নের ৫নং নম্বর ওয়ার্ডের শাল্টি মুরাদপুর গ্রামের দিনমজুর মোঃ আনিছুর রহমান ছেলে শারীরিক প্রতিবন্ধী মোঃ রায়হান কবির (৯)। আনিছুর রহমানের ৫সদস্যের পরিবার দিনমজুরের কাজ করে চলে সংসার, এর মধ্যে ছেলে শারীরিক প্রতিবন্ধী । রায়হানের ইচ্ছা লেখা পড়া করা, যেতে চায় স্কুলে প্রয়োজন সহযোগিতার। কিন্তু তার ভাগ্যে জোটেনি এখনও প্রতিবন্ধী ভাতার কার্ড।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ