চাকরির প্রথম দিন, কী করবেন

প্রকাশিত: ৩০ মার্চ, ২০১৯ ০৪:০৫:০৫

চাকরির প্রথম দিন, কী করবেন

নতুন চাকরি মানে আনন্দ ও ভয় মেশানো একটি বিষয়। চাকরি পাওয়ার আনন্দ, আবার নতুন অফিসে, নতুন পরিবেশ ও মানুষের সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নেবেন সেই বিষয়ে একটি ভয়।

আসলে চাকরির প্রথম দিন বা প্রথম কিছু দিন কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, এ নিয়ে সবার মনেই একটি দুশ্চিন্তা থাকে। তবে কিছু বিষয় জেনে রাখলে কাজটি অনেকটা সহজ হয়। চাকরির প্রথম দিকে করণীয় বিষয়ে জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।  

আগেভাগে অফিসে যান

প্রথম দিন সময়ের একটু আগেই অফিসে যান। আর বেরও হন সবার শেষে। এতে আপনার সময়নিষ্ঠতা প্রকাশ পাবে।

কর্ম পরিবেশ সম্পর্কে জানুন

নতুন একটি কর্মক্ষেত্রে যাওয়ার আগে সেখানের কর্ম পরিবেশ কেমন, পোশাক কেমন ধরনের পরতে হবে, এসব বিষয় জেনে নিন। আর সেভাবেই অফিসের সঙ্গে মানিয়ে চলতে নিজেকে প্রস্তুত করুন। 

প্রশ্ন করুন

কোনো মিটিং বা প্রেজেন্টেশন হলে প্রশ্ন করতে বা আপনার মত প্রকাশ করতে ভয় পাবেন না। তবে প্রশ্ন করবেন বিনয়ের সঙ্গে। কথা বলতে ভয় পেলে চলবে না। তবে অহেতুক বা অপ্রাসঙ্গিক কথা বেশি বলা থেকে বিরত থাকুন।

যোগাযোগ তৈরি করুন

সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠিক পরিচিতির পর্ব শেষে প্রত্যেককে ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করুন। তবে খুব বেশি বন্ধুত্বসুলভ হয়ে যাবেন না। কোনো কিছু না বুঝলে জেষ্ঠ্য সহকর্মীদের কাছ থেকে শিখে নিন এবং শেখার পর তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।

 

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ