রাজধানীতে যুবদলের শোভাযাত্রা

প্রকাশিত: ২৭ মার্চ, ২০১৯ ০৫:৫০:৫২

রাজধানীতে যুবদলের শোভাযাত্রা

বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

পূর্ব ঘোষিত শোভাযাত্রায় বিএনপির যুবদল ছাড়াও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষক দলসহ  অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ র‍্যালির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা।

নেতাকর্মীরা ‘স্বাধীনতার এ দিনে জিয়া তোমায় মনে পড়ে’ ‘আমার নেত্রী আমার মা/বন্দি হতে দেব না, ‘স্বৈরাচার নিপাত যাক/গণতন্ত্র মুক্তি পাক’ ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবো না, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না, ইত্যাদি স্লোগান দেয়।

এর আগে শোভাযাত্রায় অংশ নিতে দুপুর ১২টা থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। লাল-সবুজের রঙ-বেরঙের পোশাক পড়ে অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বিজয় র্যালিতে অংশ নেন।

জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে মিছিল সহকারে এসে শোভাযাত্রায় অংশ নেন তারা। কারো কারো হাতে রয়েছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্ল্যাকার্ড, কারো হাতে রয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড।

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যালিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

প্রজন্মনিউজ২৪/দেলাওয়ার হোসাইন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ