ধর্মান্তর করে বিয়ের অভিযোগ, ব্যবস্থার নির্দেশ ইমরানের

প্রকাশিত: ২৫ মার্চ, ২০১৯ ০৬:১৫:১৮

ধর্মান্তর করে বিয়ের অভিযোগ, ব্যবস্থার নির্দেশ ইমরানের

পাকিস্তানের সিন্ধুপ্রদেশের হিন্দু সম্প্রদায়ের দুই তরুণীকে অপহরণের পর জোর করে ধর্মান্তরিত ও বিয়ে করার অভিযোগ উঠেছে।এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।ওই দুই বোনের বাবা এবং ভাইয়ের একটি ভিডিও গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে।

যেখানে তারা অভিযোগ করেন, ওই দুই বোনকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে।যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে ওই দুই কিশোরীকে বলতে শোনা যায়, আমরা নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি এবং নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সিন্ধু এবং পাঞ্জাবের গভর্নরদের সংখ্যালঘু ওই কিশোরীদের ঘোটকি থেকে রাহিম ইয়ার খানের নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। যদি তাদের অপহরণ করা হয় তাহলে তাদের খুঁজে বের করারও নির্দেশ দিয়েছেন।

মানবাধিকার মন্ত্রণালয়কেও বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রজন্মনিউজ২৪/মামুন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ