নতুন নেতৃত্ব দেখতে চায় ঢাকা আলিয়া ছাত্রলীগ কর্মিরা

প্রকাশিত: ২৩ মার্চ, ২০১৯ ০৪:০৯:৩৪

নতুন নেতৃত্ব দেখতে চায় ঢাকা আলিয়া ছাত্রলীগ কর্মিরা

কমিটির বয়স তিন বছর হয়ে গেলেও পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করেননি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাই মেয়াদ উর্ত্তীণ সুপার কমিটি দিয়ে চলছে সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগ ।বর্তমান এ নিয়ে আলিয়া মাদ্রাসা ছাত্রলীগ কর্মিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

২০১৬ সালের মার্চ মাসে শাহাদাত হোসেন নিলয় কে সভাপতি ও সুলায়মান আহমেদ কে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কমিটির অনুমোদন দেয় ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ। এরপর বিভিন্ন পদ খালি থাকলেও সেগুলো পুরণ করার উদ্যোগ নেয়া হয়নি বলে জানান ছাত্রলীগ কর্মিরা।

নাম প্রকশে অনিচ্ছুক একজন ছাত্র লীগ কর্মী বলেন,  গত দুবছর ধরে কর্মিদের থেকে বার বার সিভি নেওয়া পর ও কমিটি পূন্ঙ্গ করেনি সভাপতি ও সাধারণ সমাপাদক।বার বার আশ্বাস দেওয়া হয়েছে।তারপর ও  পূনাঙ্গ কমিটি দেওয়া হয় নি। এ নিয়ে আমরা ব্যাপক হতাশা মধ্যে আছি।

অন্যএকজন কর্মী বলেন,  এভাবে চলতে থাকলে আমাদের রাজনীতির কেরিয়ার শেষ হয়ে যাবে। আমরা এর প্রতিকার চাই। আমরা এই মেয়াদ উর্ত্তীন কমিটির বিলুপ্ত চাই এবং নতুন নেতৃত্বে দেখতে চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র  বলে  হলের ছাত্রদের দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক হলের ছাত্রদের দিয়ে ভাড়াতে প্রোগাম করিয়ে থাকে। মাসে বেশ কয়টি ভাড়াতে প্রোগাম তাদের দিয়ে করানো হয়। তাদের অত্যাচারে হলে এবং ক্যাম্পাসে সকল ছাত্র আসহায়।সে আরো বলে নতুন ছাত্র হলে উঠতে গেলে এদের ৭-১০হাজার টাকা দেওয়া লাগে।টাকা না দিয়ে কেউ হলে থাকতে পারে না।

আবির/প্রজন্মনিউজ২৪.কম

 

 

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

বোরহানউদ্দিনে পুলিশের পানি ও খাবার স্যালাইন বিতরণ

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তার জানাযা ও দাফন সম্পন্ন

ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ