পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়

প্রকাশিত: ২৩ মার্চ, ২০১৯ ১২:০৫:০৩ || পরিবর্তিত: ২৩ মার্চ, ২০১৯ ১২:০৫:০৩

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াইয়ে দারুণভাবে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গতকাল রাতে আরব আমিরাতের মাঠে অস্ট্রেলিয়া ৮ উকেটে পাকিস্তানকে হারিয়েছে।

দিবা রাত্রির এই লড়াইয়ে টসে জিতে পাকিস্তান ৫০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৮০ রান তুলে নেয়। হারিস সোহেলের দুর্দান্ত সেঞ্চুরি পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখায়।

জবাবে অস্ট্রেলিয়া মারমুখী ব্যাটিংয়ে রানের নির্ধারিত টার্গেটে পৌঁছাতে ২ উইকেট হারিয়ে ৪৯ ওভারে ২৮১ রান তুলে নেয়। ৮ উইকেটে জেতে অস্ট্রেলিয়া।

 অস্ট্রেলিয়ার ফিঞ্চ ১৩৫ বলে ১১৬ রান করে ফিরে যান এবং মার্শ ১০২ বলে ৯১ রান করে জয়ের বন্দরে পৌঁছে দেন অস্ট্রেলিয়াকে। ১-০ ব্যবধানে এগিয়ে যায় অজিরা।

সামনেই বিশ্বকাপ ক্রিকেট। তার আগেই অস্ট্রেলিয়া পাকিস্তানের চূড়ান্ত প্রস্তুতি শারজায়। বিশ্বকাপের কথা মাথায় রেখে পাকিস্তান তাদের ৬ ক্রিকেটারকে বিশ্রামে দিয়ে দেখতে চেয়েছিল দলের বাকিরা কিভাবে দলকে টেনে নিয়ে যায়। কোথায় কোথায় ঘাটতি রয়েছে।

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ