এবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকেই হত্যার হুমকি!

প্রকাশিত: ২২ মার্চ, ২০১৯ ০২:৩৩:৩৬

এবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকেই হত্যার হুমকি!

দুটি মসজিদে হামলার ঘটনায় যখন গোটা নিউজিল্যান্ড শোকাহত, তখন এর মধ্যে দেশটির খোদ প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকেই দেওয়া হয়েছে হত্যার হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এ হুমকি দেয়া হয়। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।জানা গেছে, বন্দুকের একটি ছবি দিয়ে ‘পরবর্তীতে আপনি’ ক্যাপশন লেখা একটি টুইট প্রধানমন্ত্রীকে পাঠানো হয়।পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, তারা এটা বুঝতে পেরেছে যে, ওই টুইটার অ্যাকান্টটি হত্যার হুমকির দেওয়ার ৪৮ ঘণ্টা পর স্থানীয় সময় বিকাল ৪টায় বন্ধ করে দেয়া হয়েছে।এদিকে ‘পরবর্তীতে আপনি’ ক্যাপশনসহ বন্দুকের একটি ছবি দিয়ে করা আরেকটি পোস্ট প্রধানমন্ত্রী আরডার্ন ও নিউজিল্যান্ড পুলিশকে ট্যাগ করা হয়েছে।

বাতিল করে দেয়া ওই অ্যাকাউন্টটিতে ইসলামবিরোধী বিষয় ও শ্বেতাঙ্গদের আধিপত্যবাদী বিভিন্ন ঘৃণাসূচক বক্তব্য ছিল।পুলিশের একজন কর্মকর্তা হেরাল্ডকে বলেছেন, টুইটারের ওই কমেন্ট সম্পর্কে পুলিশ অবগত এবং এ ব্যাপারে তদন্ত চলছে।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ