ক্রাইস্টচার্চে হামলায় দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১৫ মার্চ, ২০১৯ ০১:২৩:১৬ || পরিবর্তিত: ১৫ মার্চ, ২০১৯ ০১:২৩:১৬

ক্রাইস্টচার্চে হামলায় দুই বাংলাদেশি নিহত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে বন্দুকধারীর হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪০ জন। এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীসহ চারজনকে আটক করেছে দেশটির পুলিশ।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে জুম্মার নামাজের সময় ওই হামলা চালানো হয়। নিহত দুই বাংলাদেশি হলেন, কৃষিবিদ ড. সামাদ ও হোসনে আরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হেলমেট পরে একটি মেশিনগান নিয়ে মসজিদে প্রবেশ করে হামলা চালায়। আল নূর মসজিদে হামলার পরই লিনউড নামের এক মসজিদে দ্বিতীয় হামলা চালানো হয়।

এ হামলার পর ক্রাইস্টচার্চের বাসিন্দাদের বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া তাদের প্রার্থনার জন্য আপাতত মসজিদে যেতেও নিষেধ করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪/মামুন

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ