সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই অথেনটিকেশন সিস্টেম উদ্বোধন

প্রকাশিত: ১৪ মার্চ, ২০১৯ ০৭:৫৫:০৮ || পরিবর্তিত: ১৪ মার্চ, ২০১৯ ০৭:৫৫:০৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই অথেনটিকেশন সিস্টেম উদ্বোধন

অাল অামিন, সিকৃবি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ওয়াইফাই আওতায় এনে অথেনটিকেশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় এর প্রশাসনিক ভবনে কনফারেন্স কক্ষে অথেনটিকেশন সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার।

এসময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আইসিটি সেল জানায়, বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে ৪০০ এমবিপিএস ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীর জন্য ৫ এমবিপিএস ইনডিভিজুয়্যাল লিমিট করা হয়েছে।

পুরো ক্যাম্পাসে ২৪ টি রাওটার স্থাপন করা হয়েছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে ওয়াইফাই সংযোগ পরিক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য আবাসিক হলগুলোও ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আসবে।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ