পাকিস্তান দিবসের প্যারেডে প্রধান অতিথি মাহাথির

প্রকাশিত: ১৪ মার্চ, ২০১৯ ০১:৫৪:৫৩

পাকিস্তান দিবসের প্যারেডে প্রধান অতিথি মাহাথির

পাকিস্তানের জাতীয় দিবসের প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবসের প্যারেড অনুষ্ঠিত হবে।

বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানিয়েছে।

১৯৪০ সালের ২৩ মার্চ ঐতিহাসিক পাকিস্তান প্রস্তাব পাশ হয়। তবে এটি লাহোর প্রস্তাব নামেই বেশি পরিচিত। প্রতি বছরই এই দিনটি উদযাপন করে পাকিস্তান।

আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী, বাহরাইনের সেনাপ্রধান এবং ওমান থেকে কয়েকজন সরকারি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্যারেডে তুরস্কের এফ-১৬ জঙ্গিবিমান ও চীনের জেএফ-১০ বিমান ফ্লাইপাস্ট করবে। এছাড়া আজারবাইজান, বাহরাইন, সৌদি আরব ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর প্যারাট্রুপাররা এতে অংশ নেবে।

গেল বছরে পাকিস্তান দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনীতিকরা।

প্রজন্মনিউজ২৪/মামুন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ