মাদারীপুরে পৃথক স্থানে দুই খুন

প্রকাশিত: ১০ মার্চ, ২০১৯ ০৩:২৫:৩৩

মাদারীপুরে পৃথক স্থানে দুই খুন

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় মোয়াজ্জেম মোল্লা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মাদারীপুর ভূমি অফিসের নাজির হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে মাদারীপুরের শিবচরে রবিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সাথে বিরোধের সময় গৃহবধূ সর্ব বেগম নিহত হয়।নিহত সর্ব বেগম শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের আলেম মৃধার স্ত্রী।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্বি খেয়া ঘাট এলাকার সোবাহান মেম্বারের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিল মোয়াজ্জেম।এসময় দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।দায়িত্বরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজন দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।ফরিদপুর নেওয়ার পথে রাত ১২টার দিকে মোয়াজ্জেম মারা যায়।

নিহত মোয়াজ্জেম চরকুলপদ্বি এলাকার মৃত্যু রহমান মোল্লার ছেলে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।একাধিক স্থানীয়রা জানান, আওয়ামী লীগের প্রভাবশালী দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো।

এই বিরোধের জের ধরে মোয়াজ্জেম একাধিক মামলার আসামি হয়েছেন।স্থানীয়দের দাবি এই বিরোধের জের ধরেই মোয়াজ্জেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে।মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান ঘটনার সতত্য স্বীকার করে বলেন, কারা ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি এখনও নিশ্চিত নই।

তবে পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।হত্যাকাণ্ডের জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে মাদারীপুরের শিবচরে রবিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সাথে বিরোধের সময় গৃহবধূ সর্ব বেগম নিহত হয়।

নিহত সর্ব বেগম শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের আলেম মৃধার স্ত্রী।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সর্ব বেগমের (৫৫) স্বামী আলেম মৃধার সাথে একই বাড়ির জলিল মৃধার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

ওই বিরোধের জের ধরেই রবিবার সকাল প্রায় ১০টার সময় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের ধস্তাধস্তির সময় গাছের সাথে থাক্কা লেগে সর্ব বেগম মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই অজ্ঞান হয়ে পড়েন।

পরিবারের লোকজন সর্ব বেগমকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ সর্ব বেগম নিহত হন।

নিহতের লাশ সুরতহালের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে শিবচর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ