রাতেই ব্যালট বাক্স ভরলেন প্রিসাইডিং অফিসার, ভোট বন্ধ

প্রকাশিত: ১০ মার্চ, ২০১৯ ১১:০৮:৪৬

রাতেই ব্যালট বাক্স ভরলেন প্রিসাইডিং অফিসার, ভোট বন্ধ

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচনে দুই সহকারী প্রিসাইডিং অফিসার কর্তৃক রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ভোটের আগের দিন শনিবার রাতে মামুদপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং অভিযুক্ত দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন।

তিনি বলেন, শনিবার দিবাগত রাতে দুই সহকারী প্রিসাইডিং অফিসার- বেল্লাল হোসেন ও আবদুল আলী একজন প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় রাতেই স্থগিত করা হয় এ কেন্দ্রের ভোটগ্রহণ।

তবে কোন প্রার্থীর হয়ে প্রিসাইডিং অফিসাররা অনিয়ম করেছিলেন তা জানাতে পারেননি তিনি।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা বলেন, এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন আর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার বেল্লাল হোসেন ও আবদুল আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের চার বিভাগের ১২ জেলার ৭৮ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ