আইএসে কর্মী শামীমার সন্তানটি মারা গেছে

প্রকাশিত: ০৯ মার্চ, ২০১৯ ০২:১৮:১৩

আইএসে কর্মী শামীমার সন্তানটি মারা গেছে

সিরিয়ায় গিয়ে তথাকথিত ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগমের কিছুদিন আগে জন্ম নেওয়া ছেলে সন্তানটি মারা গেছে।

আজ শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার শামীমার ছেলেটি মারা গেছে। 

দুই সপ্তাহ আগে জন্ম নেওয়া শিশুটির ফুসফুসে সংক্রমণ হয়েছিল বলে জানিয়েছেন কুর্দি রেড ক্রিসেন্টের একজন প্যারামেডিক।

পূর্ব লন্ডনে মা-বাবার সঙ্গে থাকতেন শামীমা বেগম। সেখান থেকে ২০১৫ সালে তিনি আইএসে যোগ দিতে তুরস্ক হয়ে সিরিয়ায় চলে যান। পরে সেখানে ডাচ বংশোদ্ভূত এক ‘জিহাদিকে’ বিয়ে করেন শামীমা।  এই দম্পতির প্রথম দুটি সন্তানও অপুষ্টিতে ভোগে মারা যায়। 

সিরিয়া যুদ্ধের শেষ প্রান্তে এসে শামীমার স্বামী আত্মসমর্পণ করেন। আর শামীমাকে সিরিয়ায় একটি শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিবিসির একজন সাংবাদিক তাঁর দেখা পান।

শামীমা সেখানেই পুত্রসন্তানের জন্ম দেন। শামীমা এই সন্তানের জন্যই ব্রিটেনে ফিরতে চেয়েছিলেন। যদিও ব্রিটেন তাঁর নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছে।

প্রজন্মনিউজ২৪/দেলাওয়ার হোসাইন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ