ওজন কমে যাওয়ার কারণ ও লক্ষণ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০১৯ ০৫:৪৩:৫৬ || পরিবর্তিত: ২৬ ফেব্রুয়ারী, ২০১৯ ০৫:৪৩:৫৬

ওজন কমে যাওয়ার কারণ ও লক্ষণ

দেহের ওজন হঠাৎ করে কমতে থাকলে তা গুরুত্বের সাথে খেয়াল করা উচিত। কারণ হঠাৎ ওজন কমে যাওয়া হতে পারে বড় কোনো রোগের লক্ষণ।

দেহের ওজন বিনা কারণে ছয় মাসের মধ্যে ৫ শতাংশ বা তার চেয়ে বেশি পরিমাণ কমে গেলে তা বিশেষ কোনো রোগের লক্ষণ হতে পারে। সেই ক্ষেত্রে লক্ষ করতে হবে দৈনন্দিন স্বাভাবিক জীবন ও খাবার গ্রহণে কোনো সমস্যা হচ্ছে কি না। যদি কোনো কারণ ছাড়া ওজন কমে, তবে তা অবশ্যই উদ্বেগের বিষয়।

থাইরয়েডের সমস্যা (হাইপার থাইরয়েডিসম), পেটের সমস্যা (সিলিয়াক ডিজিজ), ডায়াবেটিস, বিষণ্ণতা, অতিরিক্ত মানসিক চাপ, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি কিছু শারীরিক সমস্যা হলে প্রাথমিকভাবে শরীরের ওজন হঠাৎ কমতে থাকে, এছাড়া দেহের বহু ধরনের ক্যান্সার আছে যার জন্য ওজন কমতে পারে।

পেটের কোনো অংশের ক্যান্সার, টিউমার ও আলসারের কারণেও ওজন কমে যেতে পারে। তবে এসব কারণে ওজন কমছে কি না, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ পরীক্ষার মাধ্যমে কারণ নির্ণয় করে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে।
 

প্রজন্মনিউজ২৪

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন