ইবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ০৬:৫০:৫৬ || পরিবর্তিত: ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ০৬:৫০:৫৬

ইবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

র‍্যাগিংয়ের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানুকে আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন,  ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান। কমিটির সদস্যদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- ওই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদী হাসান (রোল-১৭২৮০০৩), মেহেদী হাসান রোমান (রোল-১৭২৮০১৪), সুমাইয়া খাতুন (রোল-১৭২৮০৭৪), আহমেদ জোবায়ের সিদ্দিকী (রোল-১৭২৮০২০) ও মুহিদ হাসান (রোল-১৭২৮০১০)।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১৮ ফেব্রুয়ারি (সোমবার) ক্লাস শেষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খাবার খেতে যায়। খাবার শেষ করে আসার পথে মেহেদী, রোমান, সুমাইয়া, জোবায়ের, মুহিদ তাদের পথ আটকায়। এসময় নবীন শিক্ষার্থীদের গান গাইতে বলেন। পাশাপাশি তাদের মুখে অভিযুক্তরা সিগারেটের ধোঁয়া ছাড়ে এবং অশ্লীল কথাবার্তা বলেন।

পরবর্তীতে ওই তিন শিক্ষার্থী বিভাগের শিক্ষকদের বিষয়টি জানান। পরে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশে প্রশাসন তাদের সাময়িক বহিষ্কার করে।

প্রজন্মনিউজ২৪/দেলাওয়ার হোসাইন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ