বিশ্বকাপে পাকিস্তান বয়কটের আহ্বান!

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ০২:৫৭:৩৩

বিশ্বকাপে পাকিস্তান বয়কটের আহ্বান!

কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪০ সদস্য নিহত হয়েছে কদিন আগে। এর প্রতিবাদে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক তারকা স্পিনার হরভজন সিং।

এই হামলার মদদদাতা হিসেবে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানকে দায়ী করছে ভারত। দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। এ ব্যাপারে হরভজন বলেন, ‘কেবল ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে সবার আগে দেশ। পাকিস্তান সীমান্তে সন্ত্রাস ছড়াচ্ছে এবং এ হামলা অবিশ্বাস্য হতাশাজনক।’

আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত। পাকিস্তানের বিপক্ষে ১৬ জুন মুখোমুখি হওয়ার কথা ভারতের। এ ব্যাপারে হরভজন বলেন, ‘এতে কোনো সমস্যা হবে না। ভারত এমনিতেই যথেষ্ট শক্তিশালী দল।’

এ ঘটনার প্রতিবাদে এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে ফেলেছে ভারতের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই)। সিসিআই ক্লাবে এবং তাদের রেস্তোরাঁজুড়ে রয়েছে বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারের প্রতিকৃতি। সেখানে ছিল ইমরানেরও ছবি। জঙ্গি হামলার পরই ইমরানের ছবি ঢেকে ফেলেছে সিসিআই। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে সিসিআইর কার্যালয়।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরই পাকিস্তানের ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ঘটনায় দায় স্বীকার করে। এরপরই ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায়, ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পরেই পাকিস্তানে এই জঙ্গি সংগঠনের উৎপত্তি হয়।

ব্রাবোর্ন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিলেন ইমরান। ১৯৮৭ সালে একটি প্রদর্শনী ম্যাচও ছিল। আর ১৯৮৯ সালে নেহরু কাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান। এ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন ইমরান। তাই সিসিআইতে ছিল ইমরানের ছবি।

ইমরানের ছবি কেন সরিয়ে ফেলা হয়েছে—এ ব্যাপারে সিসিআইর প্রেসিডেন্ট প্রেমাল উদানি বলেন, ‘সিসিআই স্পোর্টস ক্লাব। এখানে সব দেশের অতীত ও বর্তমানের বিখ্যাত ক্রিকেটারদের ছবি আছে। তবু কাশ্মীরের ঘটনা বিব্রত করেছে সকলকে। তাই এটি আমাদের একরকম প্রতিবাদ।’

প্রজন্মনিউজ২৪/দেলাওয়ার হোসাইন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ