ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী কারাগারে

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০১৯ ০৩:২১:২৩

ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী কারাগারে

হাসিব বিল্লাহ,(পিরোজপুর ) প্রতিনিধি : ইন্দুরকানীতে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার পিরোজপুর জজ আদালতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী হাজির হলে আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক শুনানি শেষে তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে একটি বাড়ীতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ী থেকে ৫ টি  বোমা ও কয়েকটি ককটেল সহ দুই জামায়াত কর্মীকে আটক করে। কিন্তু উপজেলা চেয়ারম্যান পুলিশের টের পেয়ে পালিয়ে যায় বলে মামলার বাদী এজাহারে উল্লেখ করেন।

আটককৃতদের ওই মামলায় আটক দেখিয়ে ২৬ ডিসেম্বর আদালতে পাঠানো হয়েছে। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে এই প্রথম মামলা।

প্রজন্মনিউজ২৪/ হাসিব বিল্লাহ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ