শহীদ মিনার এখন দলীয়করণের শিকার :রিজভী

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০১৯ ০৫:৪০:৪৩ || পরিবর্তিত: ১৬ ফেব্রুয়ারী, ২০১৯ ০৫:৪০:৪৩

শহীদ মিনার এখন দলীয়করণের শিকার :রিজভী

শহীদ মিনার এখন দলীয়করণের শিকার বলে মন্তব্য করলেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল করিব রিজবি। কবি আল মাহমুদের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে আনার অনুমতি না দেওয়ায় এসব কথা বলেন তিনি।

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি আল-মাহমুদের  কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে আনার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছেয়েও না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তার পরিবার সহ শুবাকাঙ্খিরা।

আজ শনিবার  রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবদ সন্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি আরো বলেন, আজকে যদি আল মাহমুদের লাশকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আনতে দেওয়া না হয়, তাহলে প্রমাণিত হবে, এই সরকার তাদের ভিন্ন মতের মানুষ, তিনি মুক্তিযোদ্ধা হোক আর যত বড় স্বাধীনতা সংগ্রামীই হোক, তাদের কোন মূল্য নেই।তাদের চেতনার বাইরে হলেই তারা স্বাধীনতাবিরোধী, তারা মুক্তিযুদ্ধের বিরোধী। মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে কবি আল-মাহামুদ কারারুদ্ধও হয়েছেন বলে জানান রিজভী।

প্রজন্মনিউজ২৪/দেলাওয়ার হোসাইন।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ