রাজধানীর পশ্চিমাঞ্চলে নেই গ্যাস, অসহনীয় ভোগান্তি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০১৯ ০৩:১০:১২ || পরিবর্তিত: ১৬ ফেব্রুয়ারী, ২০১৯ ০৩:১০:১২

রাজধানীর পশ্চিমাঞ্চলে নেই গ্যাস, অসহনীয় ভোগান্তি

শনিবার ভোর ৬টা থেকে রাজধানীর আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যানপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ।

শনিবার ভোর ৬টা থেকে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও গ্রাহকদের  তা জানানো হয় সকাল ১০টার পর। ফলে কোনো প্রস্তুতি নিতে না পারায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন রাজধানীবাসী।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তা আগে জানানো হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে তিতাস গ্যাসের পরিচালক অপারেশনস প্রকৌশলী মো. কামরুজ্জামান অনেকটা বিব্রত হন।

তিনি বলেন, গ্যাস আশুলিয়া হয়ে আমিনবাজার দিয়ে ঢাকা শহরে প্রবেশ করে। আর এই গ্যাস প্রবেশের মুখে জিটিসিএল মেরামতের কাজের কারণে ঢাকা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তারা আমাদের বলেছে, আজ সকাল ৮টা থেকে কাল সকাল ৮টা পর্যন্ত তাদের মেরামতের কাজ চলবে। আর এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থা রেখেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিতাসের এ প্রকৌশলী বলেন, ঢাকা শহরে দুটি পথে গ্যাস প্রবেশ করে। একটি হচ্ছে পশ্চিমাঞ্চল, আরেকটি পূর্বাঞ্চল। আর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করা গ্যাস পশ্চিমাঞ্চল পর্যন্ত আসতে আসতে তা অনেকটা ফুরিয়ে যায়। ফলে চাপ একেবারেই থাকে না। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য কর্মকর্তা মীর আসলাম বলেন, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্ল্যান্ট থেকে তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ আছে।

এর ফলে আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ