সন্ত্রাস দমনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভূমিকা রাখতে হবে

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০১৯ ০২:১৮:২২

সন্ত্রাস দমনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভূমিকা রাখতে হবে

সন্ত্রাস দমন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অনেক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বপ্নই দেখতেন। আর তা বাস্তবায়নে কাজ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।

আজ মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সম্মেলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে এই বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। এ সময় বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ