ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে ইরান

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০১৯ ১১:০৩:২০

ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে ইরান

ইরান ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে। এ মহড়া দু’সপ্তাহের মধ্যে চালানো হবে বলে ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তুরাজ হাসানি-মোকাদ্দাম জানিয়েছেন।

তিনি বলেন, সামরিক মহড়া দু’ সপ্তাহের মধ্যে চালানো হবে এবং এটি দক্ষিণপূর্বাঞ্চলীয় ইরানের মাকরান উপকূল থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত চলবে।

বিশাল এ মহড়ায় ইরানি নৌবাহিনীর ডুবোজাহাজ, ভূমি থেকে সাগরে নিক্ষেপের উপযোগী ক্ষেপণাস্ত্র, চালকহীন বিমান, ইলেক্ট্রনিক যুদ্ধের সাজ-সরঞ্জামসহ অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে।

মহড়ায় ইরানের মেরিন বিগ্রেড এবং নৌকমান্ডোরা অংশ গ্রহণ করবে বলেও জানান তিনি। মহড়ার মাধ্যমে এ অঞ্চলে ইরানের ক্ষমতা প্রদর্শন করা হবে। আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ক্ষমতা প্রদর্শন করা হবে বলেও জানান তিনি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ