সব কাজে বলিষ্ঠ ভূমিকার জন্য পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:৫০:৪৮

সব কাজে বলিষ্ঠ ভূমিকার জন্য পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশলাইনসে ‘পুলিশ সপ্তাহ-২০১৯’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাহিনীটিকে ধন্যবাদ জানান।

এ সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ যেমন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, তেমনি মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তুলতেও তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কোনো নিরীহ মানুষ যেন হয়রানি ও নির্যাতনের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের সমস্যা আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে দেখে সমাধান করতে হবে। বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা পুলিশ বাহিনীকে আরও জনগণের কাছাকাছি যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সফলতার জন্য যেমন পুরস্কৃত হবেন, তেমনি জবাবদিহিতাও যথাযথভাবে নিশ্চিত করতে হবে।এর আগে বার্ষিক কুচকাওয়াজে সালাম গ্রহণ, বীরত্বপূর্ণ কাজের জন্য পদক বিতরণ, পুলিশ নারী কল্যাণ সমিতির স্টল পরিদর্শন ও পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ প্যারেড পরিদর্শন করেন। পাশাপাশি মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছেন প্রধানমন্ত্রীর।

প্রজন্মনিউজ২৪/ওসমান

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ