নবম সংবাদপত্র মজুরি বোর্ড-২০১৮

সরকার গুরুত্বের সাথে দেখছে : কাদের

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০১৯ ০৬:৩১:০৯ || পরিবর্তিত: ২৬ জানুয়ারী, ২০১৯ ০৬:৩১:০৯

সরকার গুরুত্বের সাথে দেখছে : কাদের

সংবাদকর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড, ২০১৮’-এর সুপারিশ পর্যালোচনার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার নবম ওয়েজবোর্ড নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে শনিবার সকাল পৌনে ১০টার দিকে কমিটির প্রধান ওবায়দুল কাদেরের নেতৃত্বে তথ্য মন্ত্রণালয়ে নবম ওয়েজবোর্ড নিয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্যমন্ত্রী ড. মো. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মালিকপক্ষ ও সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত নবম ওয়েজবোর্ড গঠন করা সম্ভব হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তবে দুপক্ষের ছাড়ের মানসিকতা থাকতে হবে। তা না হলে এই জটিল এ বিষয়টি বাস্তবায়ন সম্ভব হবে না। সে লক্ষ্যে আমাদের এ কমিটিও কাজ করে যাচ্ছে।’

বিষয়টি একেবারে সহজ নয় জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জটিল অনেক বিষয় আছে। এখানে অনেক স্টেক হোল্ডার আছে। কাজেই এর সমাধান করতে হলে আমাদের পারস্পারিক সহযোগিতা, কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। ’

এ বিষয়ে ওয়ান সাইডেট কোনো সমাধান করলে ইমপ্লিমেন্ট প্রসেস বাধাপ্রাপ্ত হবে উল্লেখ করে কাদের বলেন, ‘ইমপ্লিমেন্ট প্রসেস যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে আমি একতরফা কিছু ডিক্লেয়ার করে দিলাম তাহলে এর তো কোনো রেজাল্ট আসবে না। এর বেনিফিট তো কেউ পাবে না। বেনিফিট তো পেতে হবে। ’

এর আগে গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে সাত সদস্যের এই কমিটি করা হয়। নবম ওয়েজবোর্ড নিয়ে মন্ত্রিসভার আগের কমিটি পুনর্গঠন করার পর সাত সদস্যের এ কমিটি আজ প্রথম সভা করলেন

প্রজন্মনিউজ২৪/মোস্তাফিজুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ