কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত

কোপায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কাতার

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০১৯ ০৩:৪০:১৪

কোপায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কাতার

আগামী ১৪ই  জুন তারিখে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে দক্ষিণ আমেরিকার প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার । ব্রাজিলের রিও ডি জেনিরোতে  গতকাল অনুষ্ঠিত হলো কোপা আমেরিকা ৪৭ তম আসরের গ্রুপ পর্বের ড্র।

পঞ্চম বারের মত ব্রাজিলে কোপা আমেরিকা  অনুষ্ঠিত হতে যাচ্ছে । ফাইনাল গড়াবে ৭ই  জুলাই। স্বাগতিক ব্রাজিল লড়বে এ গ্রুপে। গ্রুপে তাঁদের বাকি প্রতিপক্ষ পেরু, ভেনেজুয়েলা ও বলিভিয়া। ব্রাজিলের চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে  ১৪ বারের কোপা চ্যাম্পিয়ান আর্জেন্টিনা। বি গ্রুপে আর্জেন্টিনার বাকি তিন প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনকারী দেশ কাতার। ১৫ জুন কলম্বিয়ার মুখোমুখি হয়ে কোপা শিরোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

কোপায় গত দুই আসরের চ্যাম্পিয়ান চিলিকে গ্রুপপর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা। চিলির লড়তে হবে ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ান উরুগুয়ের বিপক্ষে।  গ্রুপে চিলির বাকি দুই প্রতিপক্ষ  জাপান ও ইকুয়েডর।  

কোপা আমেরিকার তিন গ্রুপ:

গ্রুপ এ: ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু

গ্রুপ বি: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার

গ্রুপ সি: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান ও চিলি

প্রজন্মনিউজ২৪/মোস্তাফিজুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ