হারানো ফোন খুঁজে পাওয়ার উপায়

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০১৯ ০৭:১৫:১৬

হারানো ফোন খুঁজে পাওয়ার উপায়

আমাদের মধ্যে অনেকের মোবাইল ফোন হারানোর অভিজ্ঞতা রয়েছে।মোবাইল ফোন হারানোর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিভিন্ন রকম ঝামেলার মধ্যে পড়তে হয়।কিন্তু হারানো মোবাইল ফোন ফিরে পেতে আপনার ভুমিকা কি হতে পারে?

ইন্টারনেট ভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘গুগল’ , তাদের একটা সেবা হচ্ছে আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে বের করতে আপনাকে সহায়তা করবে।কিন্তু কিভাবে সহায়তা করবে তা কি আপনার জানা আছে?জানা না থাকলে তাহলে জানুন:

১.আপনার ফোনটি অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন হতে হবে।

২.হারিয়ে যাওয়া ফোনে গুগল আইডি বা জিমেইল আইডিটি লগইন থাকতে হবে।

৩.কোন একটি কম্পিউটার থেকে আপনি maps.google.com এ প্রবেশ করুন এবং আপনার হারিয়ে যাওয়া ফোনে লগইন করা গুগল আইডিটি এখানেও লগইন করুন।

৪.maps.google.com এর উপরে বাম দিকে তিনটি সরল রেখার মতো চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

৫. ‘ইয়োর টাইম লাইন’ নামে যে অপশান দেখতে পাবেন সেখানে গিয়ে যে দিনের লোকেশান দেখতে চান সেদিন সিলেক্ট করুন।তাহলে আপনি আপনার ফোনের লোকেশান দেখতে পাবেন।

আর এভাবেই আপনার ফোনটি খুঁজে পাবেন।

প্রজন্মনিউজ২৪/মোস্তাফিজুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ