তারুণ্যের বাংলাদেশ

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০১৯ ০৬:২৯:৩৪ || পরিবর্তিত: ২৩ জানুয়ারী, ২০১৯ ০৬:২৯:৩৪

তারুণ্যের বাংলাদেশ

একঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত ফোরাম এসডিএ বিভিন্ন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। গত চার বছর ধরে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, শিক্ষাসামগ্রী বিতরণ, কুরবানি করা, ঈদ উৎসব, ফল উৎসব ও শীতবস্ত্র বিতরণের মতো কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের তীব্র শীতে ৭৫০টি পরিবারের অসহায় মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটি।

তবে এবারের আয়োজনে আরো ১৬টি সংগঠন তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সেই লক্ষ্যে গত ২১ ডিসেম্বর কুড়িগ্রামের হলোখানা ইউনিয়ন এবং লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে কম্বল বিতরণের মধ্যদিয়ে শুরু হয় তাদের কার্যক্রম।

জানা যায়, ২১ ডিসেম্বর কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নে ১১০টি পরিবার, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে ২২০টি পরিবার, ১২ জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দির চরে ২০০টি পরিবার, ১৯ জানুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং বাজার ও ৮ নং পাড়ার ২০০টি পরিবার, আলীকদমে ২০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সার্বিক সহায়তায় এ কম্বল বিতরণ করে উইন্টার প্রজেক্ট।

রাশেদ মোবারাক

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ