একই পরিবারে ৬ জন সহ নিহত ৯

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০১৯ ১২:৫১:০০

একই পরিবারে ৬ জন সহ নিহত ৯

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন নিহত হয়েছেন।আজ বুধবার ভোরে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর সদরের মান্দারীর যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন।

বাকি একজন অটোরিকশার চালক।নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু।তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় সন্ত্রাসীরা ছাত্রলীগকর্মী নাদিম মাহমুদ অন্তরকে কুপিয়ে আহত করে।

তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহত নাদিমকে দেখতে বেগমগঞ্জ থেকে তার পারিবারের লোকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন।এ সময় পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

গাইবান্ধায় নিহত ২

অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজারে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানান,বুধবার রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমরান ও আজাহার আলী নিহত হন।

পরে পুলিশ ও গোবিন্ধগঞ্জ ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।নিহত ইমরান আলী গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের সালামের ছেলে ও আজাহার আলী একই গ্রামের জয়নালের ছেলে।

প্রজন্মনিউজ২৪/ওসমান

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ