স্থানীয় ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে রাবি ছাত্রলীগ নেতা আহত, আটক ১

প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০১৯ ০৪:৩০:০৯

স্থানীয় ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে রাবি ছাত্রলীগ নেতা আহত, আটক ১

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাত করেছে স্থানীয় কয়েক যুবক। এ ঘটনায় এক যুবককে আটকে রেখে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশি পাহারায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। আহত ইমতিয়াজ আহমেদ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

 বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।  ছাত্রলীগের মারধরের শিকার স্থানীয় যুবক আরিফ ইসতিয়াক রোমেন ম্যানেজমেন্ট বিভাগের সান্ধ্য মাস্টার্সের শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানায়, রাত ৮ টার দিকে বঙ্গবন্ধু হলের পাশে দোকানে নাস্তা খাচ্ছিলো সহ-সভাপতি গোলাম সারোয়ার ও ইমতিয়াজ।

 এসময় বহিরাহত বেশ কয়েকজন এসে হঠাৎ ইমতিয়াজের গলায় ছুরি মেরে পালিয়ে যায়। পালানোর সময় রোমেলকে আটক করে বঙ্গবন্ধু হলের অতিথি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় তাকে বের করা হয়। সুত্র জানায়, এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে স্থানীয় যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ইমতিয়াজ।

 একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। সেসময় বাঁধন নামে স্থানীয় এক যুবকের মাথা ফেটে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে পরে ইমতিয়াজের ওপর এ হামলা চালানো হয়। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, স্থানীয় কয়েকজন যুবক এসে আমাদের সাংগঠনিক সম্পাদককে ছুরিকাঘাত করেছে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভেবে দেখব। তবে কাজলার ঘটনা আর এই ঘটনা এক কি না সেটা আমরা জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।

 আর এই ছেলে সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না সেটাও দেখা হবে। সহকারী প্রক্টর শিবলী ইসলাম বলেন, বহিরাগতরা ক্যাম্পাসে এসে শিক্ষার্থীর ওপর হামলা করবে এটা তো কখনই গ্রহণযোগ্য নয়। তবে খুব বেশি অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই আমরা বিষয়টা নিয়ন্ত্রণ করতে পেরেছি। মতিহার থানার তদন্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। পরে আটক রোমেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ সম্পর্কিত খবর

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

খিলগাঁওয়ে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ