সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০১৯ ০৩:৪৮:৫৪

সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত  বিজয় সমাবেশে যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বেলা ৩টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে সভাপতির আসন গ্রহণ করেন। যদিও আড়াইটায় শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। আর সাড়ে ১২টার দিকে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। মঞ্চে রয়েছেন আওয়ামী লীগে শীর্ষ নেতারা।

জানা গেছে, সমাবেশে শেখ হাসিনা আগামী দিনে তার দল আওয়ামী লীগ ও সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো তুলে ধরবেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন।

এদিকে বিজয় সমাবেশকে কেন্দ্র করে দুপুরের আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তাদের হাতে দেখা যায় নৌকার প্রতিকৃতি, রঙ-বেরঙের বেলুন-ফেস্টুন। সেই সঙ্গে নারী কর্মীদের পরনে লাল-সবুজ শাড়ি।আর পুরুষদের গায়ে লাল-সবুজ টি-শার্ট এবং মাথায় লাল-সবুজেরই ক্যাপ। সব মিলিয়ে দুপুর নাগাদ জাতীয় পতাকার রঙিন পোশাকে বর্ণিল হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।

প্রজন্মনিউজ২৪/মোস্তাফিজুর রহমান

এ সম্পর্কিত খবর

ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট রাইসির পাকিস্তান সফরের কারণ কী

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে তা সর্বজনবিদিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির

নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, নতুন এয়ারলাইন্স ‘ফ্লাই ঢাকা’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম ‌‘যুদ্ধই’ ঘোষণা করলেন নেতানিয়াহু!

বুধবার ব্যাংকক যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

এডিস মশার লার্ভা পাওয়া গেলেই জেল-জরিমানার হুঁশিয়ারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ