হজযাত্রীদের বিমান ভাড়া কমলো

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০১৯ ১০:৪৯:৩০

হজযাত্রীদের বিমান ভাড়া কমলো

এবার হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।  বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, গতবার হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। এবার ১০ হাজার ১৯১ টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার করা হয়েছে। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহবুব আলী জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে হজ পরিচালনায় অনিয়মের অভিযোগ তদন্ত শেষে ৩৭ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এসব এজেন্সির জামানত বাজেয়াপ্ত, হজ লাইসেন্স বাতিল, স্থগিত, সর্বনিম্ন ১ লাখ থেক ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে এবং নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

সূত্র: ইউএনবি।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ